রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ 

রাজবাড়ীতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আলম সরদারের ছেলে মো. রুবেল (৩৮) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিবাড়ি গ্রামের নাছির উদ্দিনের ছেলে মো. নাইম ইসলাম (৩০)। সে বর্তমান মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার বাসিন্দা।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনার সময় খানখানাপুর রেলক্রসিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মো. রুবেল ও মো. নাইম ইসলামকে আটক করে। 

তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহূত দুটি সুইস গিয়ার ছোরা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

টিএইচ